বাংলাদেশি রিয়াদুল ইসলাম ভূইয়া শ্রীলঙ্কায় শীর্ষস্থান অর্জন: Cambridge Awards এ দারুণ কৃতিত্ব
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৪, ৭:৪৩:০০ অপরাহ্ন
ওয়াসীম আকরাম, লেবানন থেকে :- গত ৫ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দে ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত হয় Outstanding Cambridge Learner Awards। এতে O Level এবং AS/A Level ২০২৩ ও ২০২৪ সালের পরীক্ষায় অসাধারণ ফলাফল করা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
শ্রীলঙ্কার কলম্বোর Sumedha Noble International College থেকে AS Level পরীক্ষায় অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থী রিয়াদুল ইসলাম ভূইয়া জীববিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্সে শ্রীলঙ্কার মধ্যে শীর্ষস্থান অর্জন করেন। এর পাশাপাশি তিনি বীজগণিতসহ across best of five ক্যাটাগরিতেও সেরা হিসেবে স্বীকৃতি পান।
রিয়াদুল এই সাফল্যে অত্যন্ত আনন্দিত। তিনি তার মা-বাবা, খালা-খালু, স্কুল শিক্ষক এবং স্কুল কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, তাদের সহযোগিতা এবং দোয়ার কারণেই এই কৃতিত্ব সম্ভব হয়েছে।
রিয়াদুলের মা-বাবা তার এমন অর্জনে গর্বিত। তারা জানান, রিয়াদুলের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল এবং তারা আশাবাদী যে, সে কেবল বাংলাদেশ বা শ্রীলঙ্কাতেই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও দেশের সুনাম বয়ে আনবে।
রিয়াদুল ইসলাম ভূইয়া ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার এবং উচ্চ শিক্ষার মাধ্যমে বিশ্বব্যাপী নিজেকে প্রতিষ্ঠিত করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেন।
রিয়াদুল ইসলাম ভূইয়া তার এমন সাফল্য নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।