ফেঞ্চুগঞ্জ: পূবালী ব্যাংক শাখার নতুন কার্যালয়ের দ্বারোদঘাটন সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৪, ৭:৩৭:৫৯ অপরাহ্ন
সিলেট অফিস: পূবালী ব্যাংক সিলেট ফেঞ্চুগঞ্জ শাখার নতুন কার্যালয়ের দ্বারোদঘাটন সম্পন্ন হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ফেঞ্চুগঞ্জ বাজারের নবনির্মিত ভবন জামান প্লাজায় এই শুভ দ্বারোদঘাটন অনুষ্ঠিত হয়।
শাখাটির ব্যবস্থাপক মো. আবুল কাসেম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পূর্ব অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. ফজলুল কবির চৌধুরী, এজিএম প্রদ্যুৎ কান্তি দাস, এজিএম উজ্জল হালদার ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী সালেহ আহমদ চৌধুরী, মানিকুজ্জামান মিরন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, ব্যবসায়ী মশিউল করিম, ইউপি সদস্য বদরুল ইসলাম জাহাঙ্গীর ও মো. সাজিম হোসেন প্রমুখ।