বড়লেখায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৪, ৭:০৩:৩৯ অপরাহ্ন
আশফাক আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রাঙ্গণে মানববন্ধন পরবর্তী উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার।
সভায় বড়লেখা ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব মাওঃ মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুন্নুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসলাম সারোয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রনজিৎ বিশ্বাস, নারী শিক্ষা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন সবুজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গিয়াস উদ্দিন, বড়লেখা হাজীগঞ্জ বাজার বণিক সমিতির আহবায়ক হাজী আব্দুল হান্নান ও সদস্য আব্দুল হাছিব, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের রোভার স্কাউট গ্রুপ, বিএনসিসি ও দূর্বার মুক্ত স্কাউট দল সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।