দেশের অবস্থা দুর্বিষহ, ন্যায় বিচার চাওয়ার অধিকার কারও নেই: লন্ডনে সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে শেখ হাসিনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৪, ২:৪৬:১৯ অপরাহ্ন
লন্ডন অফিস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অবস্থা এখন দুর্বিষহ, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। ন্যায় বিচার চাওয়ার অধিকার কারও নেই। আমাদের কথা অত্যস্ত স্পষ্ট, নির্বাচিত প্রতিনিধি যারা জেলা উপজেলা ইউনিয়ন পরিষদের, তাদেরকে এক কলমের খোঁচায় সরিয়ে দেওয়া হয়েছে। কেন? তারা তো নির্বাচিত, মানুষের পাশে দাঁড়াত। তাদেরকে স্বস্থানে জায়গা দিতে হবে। আওয়ামী লীগের নেতা-কর্মীসহ যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সব প্রত্যাহার করতে হবে, সকল বন্দীদের মুক্তি দিতে হবে।
তিনি বলেন, ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত যারা অপরাধ করেছে, তাদের দায়মুক্তি দেওয়া হয়েছে। দায়মুক্তির মধ্য দিয়ে মাস্টারমাইন্ড খুনি ইউনুস সাহেব এটা প্রমাণ করেছে যে এরা সব অপরাধী। সুষ্ঠু তদন্ত করে তাদের বিচার করতে হবে।
আজ রোববার লন্ডনের ইম্প্রেশন ভেন্যুতে হলে যুক্তরাজ্য আওয়ামীলীগ আয়োজিত জনসভায় দেশবাসী, প্রবাসী ভাই বোন ও দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ৮ ডিসেম্বর রোববার ভার্চুয়ালি যুুক্ত হয়ে এসব কথা বলেন।
আজ রোববারের জনসভায় শেখ হাসিনা হাজির হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পরিচয়ে—এ মর্মে খবর প্রকাশিত হয়। সভার আমন্ত্রণপত্র এবং পোস্টারে তাঁকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করা হয়েছে। তাতে লেখা আছে আমন্ত্রণ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
তিনি আরো বলেন, আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এ দেশ স্বাধীন করেছি। আমি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, শ্রদ্ধা জানাই ত্রিশ লক্ষ শহিদের প্রতি, দুই লাখ মাবোনের প্রতি। আমি আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই সশ্রদ্ধ সালাম। তিনি বলেন, জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্যে যারা জীবন দিয়েছেন তাদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি।