ফেঞ্চুগঞ্জে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৪, ৯:৫৪:০৬ অপরাহ্ন
সিলেট অফিস: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় আগামীকাল ৭ ডিসেম্বর ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
ফেঞ্চুগঞ্জ গ্রিড, সুইচিং ষ্টেশন ও ফেঞ্চুগঞ্জ-২ উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ এবং রাইট অব ওয়ে কাজের জন্য ফেঞ্চুগঞ্জ উপজেলার সকল এলাকাসহ ফেঞ্চুগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় আগামীকাল ৭ ডিসেম্বর শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ফেঞ্চুগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো: জিল্লুর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করে এক বার্তায় জানিয়েছেন উক্ত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।