কমলগঞ্জে মাধবপুর ইউপি জামায়াতের পরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৪, ২:২২:৩০ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৮নং মাধবপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আগামী ২১ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় মৌলভীবাজার জেলা শহরে কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন এবং কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে পরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাদ এশা উপজেলার ৮নং মাধবপুর ইউনিয়নের নোওয়াগাঁও স্কুলে আব্দুল মুমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর। বিশেষ অতিথি ছিলেন মাওলানা সুলাইমান হোসেন।
পরিকল্পনা বৈঠক উপজেলার ৮নং মাধবপুর ইউনিয়নের নেতৃবৃন্দের উপস্থিতিতে আগামী ২১ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় মৌলভীবাজার জেলা শহরে কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে ব্যাপক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।