গ্রেটার যশোর এসোসিয়েশন ইউকের মিলনমেলা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৪, ৯:১১:০৫ অপরাহ্ন
লন্ডন অফিস: গ্রেটার যশোর এসোসিয়েশন ইউকের এই প্রথম মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ নভেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ছটায় ইস্ট লন্ডনের মাইক্রো বিজনেজ সেন্টারে বর্ণাঢ্য এই মিলনমেলাটি অনুষ্ঠিত হয়েছে।
এই মিলনমেলায় সংগঠনের সদস্য, তাদের স্ত্রী ও সন্তানেরা যোগ দেন । ৬০ জনেরও বেশী সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা এই মিলনমেলাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন।
সংগঠনের আহ্বায়ক এবং কমিউনিটির বিশিষ্ট আইনজীবি ব্যারিস্টার মোঃ কামরুল হাসান (এমকিউ হাসান) এ আয়োজনের সভাপতিত্ব করেন। প্রাথমিকভাবে অনুষ্ঠানের সূচনা করেন ব্যারিস্টার জুবা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন হাফেজ বশির উদ্দীন।
সংগঠনের সভাপতি ব্যারিস্টার মোঃ কামরুল হাসান উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বলেন, গ্রেটার যশোর এসোসিয়েশন ইউকের প্রথম সভা ৯ মে ২০২৪ তারিখে এমকিউ হাসান সলিসিটরস হোয়াইটচ্যাপেলের অফিসে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলের উপস্থিতিতে একটি আহবায়ক কমিটি গঠন করা হয় এবং সর্বসম্মতিক্রমে ব্যারিস্টার মোঃ কামরুল হাসানকে আহবায়ক করা হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করা হয়:
আরও পড়ুন—আলতাব আলী পার্কে ‘বিজয়ফুল ২০২৪’ কর্মসূচীর উদ্বোধন
১। নড়াইল, মাগুরা, ঝিনাইদহ এবং যশোরসহ বৃহত্তর যশোর অঞ্চলের প্রতিনিধিত্ব করার জন্য এই সংগঠনটি গঠিত হবে এবং নাম হবে “গ্রেটার যশোর অ্যাসোসিয়েশন ইউকে”।
২। এ সংগঠনটি একটি প্রেসার গ্রুপ হিসাবে কাজ করবে, যার মাধ্যমে এই সংগঠন বৃহত্তর যশোর সম্পর্কিত বিভিন্ন দাবি এবং সমস্যাগুলি উত্থাপন করবে।
৩। যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর যশোরবাসীদের মধ্যে একটি নেটওয়ার্ক গড়ে তোলা হবে এবং গেট-টুগেদার, ঈদ-পুনর্মিলনী উদযাপন, বসন্ত উৎসব এবং মধুমেলার মতো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।
৪। বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।
৫। এই সংগঠনের মাধ্যমে ইউকেতে বসবাসকারী বৃহত্তম যশোরবাসী একে অপরকে সাহায্য করার চেষ্টা করবে।
সভাপতির বক্তব্যের পরে এই মিলন মেলাতে উপস্থিত সিনিয়র মেম্বারসহ অন্যান্য মেম্বাররা বক্তব্য রাখেন। তারা হলেন রাজিয়া বেগম, মোস্তফা ফারুক, ব্যারিস্টার আবু রেজা তুহিন, ডঃ কামরুল হাসান, নাজমুল হাসান, একাউন্টেন্ট আবু সাজ্জাদ, ব্যারিস্টার চঞ্চল মাহফুজ, সলিসিটর মামুন, নাজমা খাতুন, ডলার বিশ্বাস, বসির উদ্দীন, এ্যাডভোকেট মতিউর রহমান, ইফতেহেদুল ইসলাম হিমেল, সাংবাদিক মুজাহিদ প্রমুখ।
সভায় উপস্থিত সদস্যবৃন্দ তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে এই সংগঠনকে সামনের দিকে নিয়ে যাবার জোর আশা ব্যক্ত করেন।
আগামী সামারে আরও ব্যাপকভাবে বড় ইভেন্টের আয়োজন করার কথা ব্যক্ত করা হয় এবং কমিটি করার আগ্রাহ প্রকাশ করা হয়।
উপস্থিত সদস্যবৃন্দের জন্য নৈশভোজের আয়োজন ছিল। সংগঠনের সভাপতি সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে মিলনমেলার সমাপ্তি ঘোষণা করেন।—বিজ্ঞপ্তি