পররাষ্ট্রমন্ত্রণালয়ে জরুরি ডাকে এলেন ভারতের হাইকমিশনার, বৈঠক শেষে যা বললেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৪, ৫:৩৫:২৭ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: একটি বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্ক আটকে থাকার কোনও কারণ নেই। আমাদের সম্পর্ক বহুমাত্রিক— এ কথা বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে তাকে জরুরি তলব করে সরকার। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল চারটার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান প্রণব ভার্মা। সেখানে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি সাংবাদিকেদের আরও বলেছেন, ‘যাই হোক, আমরা বন্ধু থাকব। আমরা একটি ইতিবাচক, টেকসই ও গঠনমূলক সম্পর্ক তৈরি করতে চাই। আমরা অনেক বিষয়ে কাজ করছি। অনেক বিষয়ে আমাদের পারষ্পরিক নির্ভরশীলতা রয়েছে। আমাদের ইতিবাচক সম্পর্কে উভয় দেশের জনগণ উপকৃত হয়।’
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বিগত মাসগুলোতে আমাদের সম্পর্কে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। বিদ্যুৎ, জরুরি পণ্যসহ বেশ কিছু ইতিবাচক দিক নিয়ে আমরা কাজ করছি। আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করছি এবং ভবিষ্যতেও একসঙ্গে কাজ করে যেতে চাই।’