গোয়াইনঘাট প্রবাসী পরিষদের নির্বাচন সম্পন্ন, নিয়াজ মুর্শেদ সভাপতি ও মিছবাহ সাধারণ সম্পাদক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৪, ১:১৬:০৭ অপরাহ্ন
মোজাম্মেল আলী, কার্ডিফ (ইউকে): সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রবাসে অবস্থানরতদের প্রথম ও সর্ব বৃহৎ অনলাইন ভিত্তিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির ত্রিবার্ষিক নির্বাচন ৩০ নভেম্বর’ শনিবার আনন্দগণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতির এ নির্বাচনে সভাপতি নিয়াজ মুর্শেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিছবাহ্ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সায়েম আহমেদ শাহীন, অর্থ ও পরিকল্পনা সম্পাদক আব্দুল ওয়ারিস এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। বিশ্বের বিভিন্ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকের অনলাইন নির্বাচনে এই পাঁচ পদে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন এবং শতভাগ ভোট কাস্ট হয়।
এদিকে নির্বাচনকে ঘিরে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। ফেইসবুক, হোয়াটসঅ্যাপ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টার, প্রচারণা শুরু হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ প্রবাসী ভোটারদের সমর্থন চেয়ে যোগাযোগ করতে থাকেন। এতে করে ভালোবাসা ও পারস্পরিক সম্পর্ক উন্নতি হয়েছে বলে অনেকে মনে করেন।
নির্বাচন কমিশনের প্রধান উপদেষ্টা আমেরিকা প্রবাসী আব্দুল লতিফ বাবুল, প্রধান নির্বাচন কমিশনার সৌদি আরব প্রবাসী আব্দুল আহাদ মনির, সদস্য সচিব দুবাই প্রবাসী নজরুল ইসলাম, কমিশন সদস্য যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ ইউসুফ এবং যুক্তরাজ্য প্রবাসী কাউন্সিলর আব্দুল মুবিনের সরাসরি তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচন অনুষ্ঠিত হয় ।
সভাপতি পদে নিয়াজ মুর্শেদের সাথে ওমান প্রবাসী এনামুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক পদে মিছবাহ্ উদ্দিনের সাথে দুবাই প্রবাসী আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক পদে এস.এ. শাহীনের সাথে জাহেদ আহমদ ও বুরহান উদ্দিন, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক পদে আব্দুল ওয়ারিসের সাথে বদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজানুর রহমানের সাথে নাজমুল ইসলাম প্রতিদ্বন্ধীতা করেন । নির্বাচন শেষে প্রাপ্ত ফলাফলের উপর সকল প্রার্থীর সন্তুষ্টি থাকায় সাথে সাথে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আহাদ মনির অনলাইনে ফলাফল প্রকাশ করেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নির্বাচন কমিশন, ভোটারগণ, সকল প্রবাসী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া, সহযোগিতা কামনা করেন।