বড়লেখায় নিসচার ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৪, ৪:০২:১২ অপরাহ্ন
আশফাক আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সংগ্রাম, ঐতিহ্য ও গৌরবের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পহেলা ডিসেম্বর রবিবার সকাল ১১ টায় নিসচা বড়লেখা উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে পৌর শহরের দক্ষিণ বাজার থেকে র্যালী শুরু হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারে গিয়ে শেষ হয়। পরে নিসচা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে নিসচার ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব এহসান আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন এটিএসআই বিল্লাল হোসেন, নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জমির উদ্দিন, যুগ্ম সদস্য সচিব ছাদিকুর রহমান, শাহাব উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমাকান্ত দাস, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মান, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী সদস্য সাহেদ আহমদ পাবেল, জাকারিয়া আহমদ, আফজাল হোসেন রুমেল, মোহাম্মদ দেলোয়ার, মিরাজুল ইসলাম, নিরঞ্জন দেবনাথ নিলু, এমদাদ হোসেন, ওবায়েদ হোসেন আকাশ, সুলতান আহমদ, আজিজুর রহমান, গোলাম মুহিউদ্দিন প্রমুখ।
এসময় নিসচার ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩২ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও ১০ দিনব্যাপী জনহিতকর নানা কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাছাড়া সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হবে।
উল্লেখ্য, ১ ডিসেম্বর ২০২৪ নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বারের মতো এবারো কেক না কেটে জনহিতকর কাজে ব্যয় করার নির্দেশ প্রদান করেন নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তাঁর আহ্বানকে সম্মান জানিয়ে পুর্বের মতো নিসচা বড়লেখা উপজেলা শাখা ১০ দিনব্যাপী জনহিতকর বিভিন্ন সামাজিক-মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মসূচি গ্রহণ করে।
কর্মসূচির মধ্যে যা রয়েছে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ, শীতবস্ত্র বিতরণ, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান, জেলা সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরে সড়কের বিভিন্ন বিষয়াদি নিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে স্মারকলিপি প্রদান, সচেতনতা মূলক শিক্ষার্থী সমাবেশ, সচেতনতা বৃদ্ধিতে প্রচারপত্র বিলি,
জন-সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে ও সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল এবং স্বেচ্ছায় রক্তদানসহ জনহিতকর নানান কর্মসূচি পালিত হবে।