বেথনালগ্রিন ও স্টেপনি বিএএমই-র ২৫ সদস্যের কমিটি গঠন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৪, ১:৫৯:৩৫ অপরাহ্ন
জুনায়েদ আহমেদ সুন্দর মিয়া সভাপতি, বাবুল খাঁন সেক্রেটারি, মোঃ সুয়েজ মিয়া ট্রেজারার।
লন্ডন অফিস: টাওয়ার হ্যামলেট্সের বেথনালগ্রিন ও স্টেপনি লেবার পার্টির বিএএমই-র বার্ষিক সাধারণ সভায় ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে ২৭ নভেম্বর বুধবার ব্রিকলেন মাইক্রো বিজনেস সেন্টারে।
এতে জুনায়েদ আহমেদ সুন্দর মিয়াকে সভাপতি, বাবুল খাঁনকে সেক্রেটারি ও মোঃ সুয়েজ মিয়াকে ট্রেজারার করা হয়েছে।
সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহসভাপতি নাজমা হোসেন, হুসনেয়ারা মতিন, আশিক রহমান, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রব রাজু, ক্যাম্পেনিং অফিসার শাহ মোঃ লিলু মিয়া, কমিউনিকেশনস অফিসার মিসবাহ মাসুম, মিডিয়া অফিসার সরোওয়ার কবির, ওমেন অফিসার ইয়াসমিন বেগম, মেম্বারশিপ অফিসার দেলোয়ার হুসেন, এডুকেশন অফিসার মিজানুর রহমান খন্দকার, ফান্ডরাইজিং অফিসার নাসিমা নাজ, ডিসেবিলিটি অফিসার জুবের আহমেদ, ইয়ুথ অফিসার তানভীর তালুকদার। এতে ইসি মেম্বার মামুন রশীদ, আহবাব হুসেন, দেলোয়ার হুসেন, সাদ চৌধুরী, রেদওয়ান আহমেদ, মোস্তাক আসকর, আমিনুল হক জিলু, আনোয়ার মিয়া, প্রিয়াঙ্কা আক্তার লাকী।
আর পড়ুন— টাওয়ার হ্যামলেটস কেয়ারার এসোসিয়েশনে স্বাস্থ্য সুরক্ষা বিষেয়ে ট্রেনিং দিল ইষ্টহ্যান্ডস ও ওয়ান্ডার
বিএএমই এর এ বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট্স লেবার পার্টির লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, বেথনালগ্রিন ও স্টেপনি সিএলপি চেয়ার আমিনা আলী।
টাওয়ার হ্যামলেট্স কাউন্সিলের সাবেক স্পীকার আব্দুল মুকিত চুনু, সাবেক স্পীকার খালিছ আহমেদ, সাবেক স্পীকার আহবাব হুসেন, সাবেক স্পীকার মিজান চৌধুরী, বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি দেলোয়ার হুসেন, বাংলাটাউন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাদ চৌধুরী।
আরও পড়ুন— বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত কর্মকর্তাদের লালগালিচা সংবর্ধনা
এতে উপস্থিত ছিলেন বিএএমই এর সাবেক চেয়ার আনিসুর রহমান, সাবেক কাউন্সিলর শুকুর আহমেদ, সাবেক কাউন্সিলর রুহুল আমীন, সাবেক কাউন্সিলর শাহ সোহেল আমীন, কমিউনিটি ব্যক্তিত্ব আমির হুসেন, তারিফ আহমেদ, ফারুক আহমেদ, মোস্তাক আসকর, হুসনেয়ারা মতিন, শাহেদা রহমান, প্রিয়াঙ্কা আক্তার লাকী, শাহ মোস্তাফিজুর রহমান, সুলতান হায়দার,শাকিল আহমেদ, মঈনুল হক, কামরুল ইসলাম, আমিনুল, সুরমান আলী, আনোয়ার মিয়া, রেদোয়ান আহমেদ, মোহাম্মদ রব, মুহি মিকদাদ, মিসবাহ মাসুম, সৈয়দ ফয়জুল ইসলাম, মাসুক আহমেদ, জুবের আহমেদ, আব্দুল তফাদার, আব্দুল সবুর, আবুল কাশেম, মাহফুজ আহমেদ, জাকির হুসেন সেলিম, মিজানুর রহমান, মোস্তাক আহমেদ, জাকির আহমেদ, আজহার মোল্লা, মোঃ লিলু মিয়া, সুফি মিয়া, তানভীর তালুকদার প্রমুখ।