জুড়ী সমাজ কল্যাণ সংস্থা মিশিগানের কমিটির পরিচিতি ও শপথ গ্রহণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৪, ২:৪৬:৫৮ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: জুড়ী সমাজ কল্যাণ সংস্থা মিশিগানের নবগঠিত কমিটির পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের হ্যামট্রামিক সিটির আলাদিন রেস্টুরেন্টে এ পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি শরিফ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুল ইসলাম শামিম ও সহ-সাধারন সম্পাদক কামরুল হোসেন পলাশের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমছ উদ্দিন তুতা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপক সৈয়দ রেজা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইয়াছির আহমেদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ খান দুলাল, সাবেক সভাপতি মাহতাব উদ্দিন, উপদেষ্টা কমিটির সদস্য সেলিম আহমেদ। নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান উপদেষ্টা কমিটির সদস্য সেলিম আহমেদ। সংস্থার সার্বিক উন্নতি কামনা করে মোনাজাত পরিচালনা করেন নিজাম আশরাফ কুটুল। পরিশেষে সংস্থার সভাপতি শরিফ উদ্দিন আহমেদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ও সার্বিক সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।