আরসিটি ইউকে-র প্রস্তুতি সভা, পুরস্কার বিতরণীর তারিখ পরিবর্তন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৪, ১২:৩৮:৩৪ অপরাহ্ন
লন্ডন অফিস: রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকের উদ্যোগে রোববার, সন্ধ্যা ৬টায় অ্যাপল রিয়েল এস্টেট, নিউবেরি পার্ক, রেডব্রিজে এক প্রস্তুতি সভা করেছে। এতে সভাপতিত্ব করেন সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী।
২১ ডিসেম্বর শনিবার বাংলাদেশের বিজয় দিবস উদযাপন এবং GCSE এবং A লেভেলে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করার জন্য আসন্ন ইভেন্ট সম্পর্কে ধারণা ও মতামত বিনিময়ের একটি উন্মুক্ত আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
দীর্ঘ আলোচনার পর, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ১২ জানুয়ারী ২০২৫, রোববার অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আরও নিম্নলিখিত রেজুলেশনগুলি গ্রহণের জন্য সম্মত হয়েছে।
১. শিক্ষার্থীদের নিয়েগের ব্যবস্থা করার জন্য, দায়িত্ব নেন সহ-সভাপতি আফসর হোসেন আনাম, সমাজ ও কল্যাণ সম্পাদক আবু তারেক চৌধুরী, শিক্ষা সচিব শাহীন আহমেদ, আলিন চৌধুরী এবং কামরুল হোসেন দেলোয়ার।
২. সভাপতি মোঃ অহিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী অনুষ্ঠানস্থল সাজান।
৩. সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী এবং কোষাধ্যক্ষ আনামুল হক আনাম খাবার আয়োজন করবেন।
৪. শেষ খরচ মেটাতে, কার্যনির্বাহী সদস্যরা স্বেচ্ছায় তাদের অবদানের ঘোষণা দিয়েছেন।
সভায় নির্বাহী কর্মকর্তারা তাদের মতামত ও পরামর্শ ব্যক্ত করেন সহ-সভাপতি আফছর হোসেন, সহ-সভাপতি ফারুক উদ্দিন, কোষাধ্যক্ষ এনামুল হক এনাম, শিক্ষা সম্পাদক শাহীন আহমেদ, সমাজ ও কল্যাণ আবু তারেক চৌধুরী, ডাঃ মাশুক আহমেদ, মঈনুল ইসলাম, মোহাম্মদ আমিন, জহির হোসেন গাউস, রেজাউল করিম রাজু, এলিন আহমেদ চৌধুরী ও কামরুল হোসেন দেলোয়ার প্রমুখ।
আসন্ন ইভেন্টটিতে প্রায় ৩০০ স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। পরিশেষে সভাপতি অহিদ উদ্দিন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় সভা সমাপ্ত করেন।