আজ থেকে ৫ দিন অনলাইনে ভূমিসেবা বন্ধ থাকবে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৪, ১২:২১:৪৯ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ১ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত অনলাইনে প্রচলিত ও চালু তিনটি ভূমিসেবা (ই-মিউটেশন সিস্টেম, ই-পর্চা সিস্টেম এবং ভূমি উন্নয়ন কর সিস্টেম) বন্ধ রাখা হবে। ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় প্রস্তুতকৃত ভূমিসেবা সংশ্লিষ্ট মানোন্নীত (দ্বিতীয় সংস্করণ) চারটি সফটওয়্যার (মিউটেশন সিস্টেম, ভূমি উন্নয়ন কর সিস্টেম, ডিজিটাল রেকর্ড ও ম্যাপ ব্যবস্থাপনা সিস্টেম, ভূমি প্রশাসনিক ব্যবস্থাপনা সিস্টেম) এবং নবসৃষ্ট একটি সফটওয়্যারের (ল্যান্ড সার্ভিস গেটওয়ে) দেশব্যাপী প্রচলন ও ব্যবহারের প্রাথমিক কার্যক্রম শুরু হচ্ছে।
আগামী ১ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
উক্ত পাঁচটি সফটওয়্যার কার্যক্রম পরিচালনার জন্য উল্লিখিত সময়ে অনলাইনে চালু থাকা তিনটি ভূমিসেবা বন্ধ থাকবে।