লন্ডনে ইবিএফসিআইয়ের মতবিনিময় সভায় উপদেষ্টা সাখাওয়াত যা বললেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৪, ৮:৫৬:৫৬ অপরাহ্ন
লন্ডন অফিস: ইউরোপিয়ান বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে (ইবিএফসিআই) লন্ডন কেনসিংটনের কপথর্ন তারা হোটেলে শনিবার ২৩ নভেম্বর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইবিএফসিআই এর প্রেসিডেন্ট ড. ওয়ালী তসর উদ্দিন এমবি’র সভাপতিত্বে ও বিশিষ্ট ট্রাভেলস ব্যবসায়ী সামি সানা উল্লাহ সঞ্চালনায় “অন্তর্দৃষ্টি ও অনুপ্রেরণার সন্ধ্যা” শীর্ষক এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।
উপদেষ্টা বাংলাদেশে ইনভেস্টমেন্টের আহবান জানিয়ে শিপিং সেক্টর এবং পাট শিল্পে বিনিয়োগের বিশাল সুযোগের কথা তুলে ধরেন। তিনি অনাবাসী বাংলাদেশীদের (NRBs) যেখানে প্রয়োজন সেখানে তার সহায়তার প্রস্তাব দিয়ে বিনিয়োগের জন্য সবাইকে আহ্বান জানান। তিনি শিক্ষা ও পর্যটন খাতে সুযোগের কথা উল্লেখ করে অসাধারণ সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি জাহাজ পুনর্ব্যবহারের গুরুত্বের উপর জোর দেন এবং শ্রোতাদের তাদের সন্তানদের তাদের ঐতিহ্য সম্পর্কে শিক্ষিত করে বাংলাদেশকে সমর্থন করার জন্য উত্সাহিত করেন এবং তাদের দেশে যেতে উৎসাহিত করেন। ইউরোপ এবং এর বাইরেও বাংলাদেশি সম্প্রদায়ের জন্য অগ্রগতি এবং সহযোগিতা বৃদ্ধির জন্য ইবিএফসিআই-এর প্রতিশ্রুতিকে জোরদার করে। তিনি তার বক্তব্যে ইবিএফসিআই-এর মতো সংস্থাগুলো সম্প্রদায়ের সেতুবন্ধন, বাণিজ্যের প্রসার এবং বৈশ্বিক মঞ্চে বাংলাদেশী প্রবাসীদের উন্নীতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ইবিএফসিআই বিদেশে বাংলাদেশীদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক মর্যাদা বৃদ্ধিতে ব্যতিক্রমী অবদানের জন্য প্রশংসা অর্জন করে চলেছে। তাদের উদ্যোগগুলো শক্তিশালী আন্তর্জাতিক সম্পর্ক এবং সম্প্রদায়ের উন্নয়নের পথ তৈরি করছে। সম্মেলনটি নেটওয়ার্কিং, অর্থনৈতিক কৌশল নিয়ে আলোচনা এবং বাংলাদেশী জাতির সাফল্য উদযাপনের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম প্রদান করেছে।
অনুষ্ঠানের শেষের দিকে যুক্তরাজ্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রচার কমিটির প্রধান আহ্বায়ক কে এম আবু তাহের চৌধুরী নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেন। আন্তর্জাতিক বিমানবন্দর প্রচার কমিটি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাকে যত তাড়াতাড়ি সম্ভব ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অন্য সব এয়ারলাইন্সের অবতরণের অনুমতির দাবি জানান। উপদেষ্টা বলেছেন যে আমরা জানি অন্য সব এয়ারলাইন্সের অবতরণের অনুমতি ছাড়া এই সমস্যাটি সমাধান করা সম্ভব নয়। আমরা অন্যদের এয়ারলাইন্স অবতরণের অনুমতি পাওয়ার জন্য যথাসম্ভব চেষ্টা করব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফয়সাল চৌধুরী এমবিই এমএসপি, সাপ্তাহিক জনমতের সাবেক সম্পাদক নবাব উদ্দিন, এনটিভি ইউকের সিইও সাবরিনা হোসেন, প্রবীণ সাংবাদিক মোঃ আব্দুস সাত্তার, ডা. জাকি রেজওয়ানা আনোয়ার, সপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ, উর্মি মাজহার, সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, শাহনূর খান, শাহগীর বখত ফারুক, লুৎফুর রহমান,, তানভীর আহমেদ, মুদির চৌধুরী, আবু তাহের চৌধুরী, সাঈদ চৌধুরী, মিসবাহ জামাল, শওকত মাহমুদ টিপু, খালেদ হুসাইন, মোঃ আব্দুল কাইয়ুম, মুরাদ চৌধুরী, আলাউর রহমান শাহীন, মাসুদ, এনাম চৌধুরীসহ অনেক কমিউনিটি নেতা ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি স্পনসর করেছেন ডব্লিউপিসি এবং ইউকে গ্যাস কুকার লিমিটেড (টি/এ সিলেট ওয়েল্ডিং)।