দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৪, ১০:৫৭:৫২ অপরাহ্ন
লন্ডন অফিস: দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের কার্যনির্বাহী কমিটির সভা গত ১৮ নভেম্বর সোমবার বিকেলে লুঠনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
শাহজাহান সিকদারের সভাপতিত্বে ও সেবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম সম্পাদক গাজী আব্দুল আহাদ।
সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সেলিম আহমদ, সাধারণ সম্পাদক এম এ আলী, সিনিয়র সহ সভাপতি সৈয়দ মাহবুব আলম, সহ সভাপতি আব্দুর রশিদ বাবুল, মোস্তফা মিয়া, সিদ্দিকুর রহমান জয়নাল, এমদাদুল হক পাভেল, ট্রেজারার ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ ট্রেজারার ইলিয়াছ আলী, প্রচার সম্পাদক সালেহ আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খলিল খান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তোয়াহিদুর রহমান টিপু, কার্যকরী সদস্য গাজী বকুল মিয়া, শিপন শিকদার ফাত্তাউর, আজমল খান, দেলোয়ার আহমদ, নাবিল আহমদ প্রমুখ।
সভায় সংগঠনের ২০ বৎসর পূর্তি উদযাপন উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং ১১ সদস্য বিশিষ্ট ম্যাগাজিন প্রকাশনা কমিটি গঠন করা হয়।