বড়লেখায় সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৪, ৬:৪৭:১৮ অপরাহ্ন
আশফাক আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :মৌলভীবাজারের বড়লেখায় ৩১ বোতল (Officer’s Choice) নামীয় ভারতীয় হুইস্কিসহ আশু দাস (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে ও বড়লেখা সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট আরাফাত শরীফ রাফি ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আলমগীর হোসেন সহ ১৭ সেনা সদস্যের সমন্বয়ে রেইডিংপার্টি টিম গঠন করে তার নিজ বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার দাসের বাজার ইউনিয়নের মালিশ্রী গ্রামের মৃত দারিকা দাসের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে আসামী আশু দাসের পশ্চিম ভিটি পূর্ব দুয়ারী টিনের বেড়া টিনের ছাউনীযুক্ত বসতঘরে অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানের টের পেয়ে আসামি পালানোর চেষ্টাকালে আটক করা হয়। এসময় আসামীর দেহ ও বসতঘরে বিধি মোতাবেক তল্লাশী করে বসতঘরের ১ম কক্ষের শয়ন খাটের নীচে মেঝেতে একটি সিনথেটিক বস্তার ভিতর ভারতীয় তৈরী প্লাস্টিকের বোতলে (Officer’s Choice) নামীয় ৩১ বোতল হুইস্কি, প্রতি বোতলে ৩৭৫ মি.লি. করে বা ১১.৬২৫ লিটার উদ্ধার করে ও জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী আশু দাস মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের (সংশোধিত ২০২০) ধারা ১০ দফা ১(গ) ও (ঘ) ধারা লংঘন করার অপরাধে আসামীকে গ্রেফতার করা হয়।
মৌলভীবাজারের জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাকির হোসেন বৃহস্পতিবার সকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে মাদক ব্যবসায়ী আশু দাসের বাড়িতে অভিযান চালাই। এসময় ৩১ বোতল ভারতীয় হুইস্কি সহ তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক ব্যবসায়ী আশু দাসেকে ৩১ বোতল ভারতীয় হুইস্কি সহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। মামলাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।