মৌলভীবাজারে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৪, ১১:২৬:৩৩ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজার জেলায় ‘এন্টিমাইক্রোবিয়াল অকার্যকারিতা, নিজে জানুন, অন্যকে জানান, প্রতিরোধে এখনই সময়’ এই প্রতিপাদ্যে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচানা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৯ নভেম্বর ইপিআই মিলনায়তনে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ১৮ নভেম্ভর-২৪ নভেম্বের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে বর্নাঢ্য র্যালী সিভিল সার্জন কার্যালয়ের অফিস প্রাঙ্গন হতে শুরু হয়ে জেলা ইপিআই ভবন প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
আলোচনা সভা সিভিল সার্জন ডা: মো: মামুনুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমন দেবনাথের পরিচালনায় মূল প্রবন্ধন উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (কো-অর্ডিনেশন) ডা: মুরাদে আলম।
স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বর্নালী দাশ। বক্তব্য রাখেন জেলা ড্রাগ সুপার মেহেদী হাসান, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। সভায় জেলার সরকারি কর্মকর্তা/দপ্তর প্রধান/প্রতিনিধিগন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকসহ মৌলভীবাজার নাসিং ইনষ্টিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।