সিলেট মহানগর বিএনপির নেতা বদরুজ্জামান সেলিম ফ্রান্সে সংবর্ধিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৪, ৯:২২:০৩ অপরাহ্ন
নজমুল হক, প্যারিস, ফ্রান্স: গত রোববার (১৭ নভেম্বর) ফ্রান্সের উপকন্ঠ ম্যারি দ্যো অভারভিলায় অভিজাত হলরুমে ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগীয় প্রবাসী নেতৃবৃন্দের উদ্যোগে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
ফ্রান্স বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও ফ্রান্স যুবদল নেতা লায়েক আহমদ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন (ভার্চুয়াল) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা-লগ্ন থেকে বদরুজ্জামান সেলিম দল এবং দেশের জন্য বিশ্বস্ততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে চলছেন। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন বিশ্লেষণে এটা প্রতীয়মান হয় যে তিনি শহীদ জিয়ার পরীক্ষিত সৈনিক।জাতীয়তাবাদী রাজনীতিতে তার অবদান অনস্বীকার্য।
সংবর্ধিত অতিথি সাবেক ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম তার বক্তব্য বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে দল এবং দেশের জন্য তাকে যে দায়িত্ব দিবেন তা অতীতের ন্যায় আরো দক্ষতার সাথে কাজ করবেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনে পাক থেকে তেলাওয়াত করেন ফ্রান্স জাসাসের সদস্য সচিব কবি সোহেল আহমদ এবং স্বাগত বক্তব্য দেন ফ্রান্স যুবদল নেতা নজমুল ইসলাম সায়েম।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সাব্বির আহমদ ছোটন। ফ্রান্স বিএনপি’র সহ-সভাপতি মাহবুব আলম রাঙ্গা, মোহাম্মদ মিজান আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পাটোয়ারী, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম মিসবাহ, সাবেক ছাত্রনেতা ও বি এন পি নেতা সেলিম আহমদ, ফ্রান্স বি এন পির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিল্টন সরকার, বিএনপি’র জ্যৈষ্ঠ নেতা ইলিয়াস কাজল, যুব বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, বি এন পি নেতা ফরিদ মিয়া, আবুল ফজল, আলম খান, দেলোয়ার হোসেন খান, মিঠু, ফ্রান্স যুবদল নেতা আবু বক্কর, সাবেক ছাত্রনেতা আবু সালেহ শামীম, কেন্দ্রীয় আরাফাত রহমান কোকো স্মৃতির সংসদের সহ সাংগঠনিক সম্পাদক শেখ ইমরান, বি এন পি নেতা হেলাল আহমদ, নাজির উদ্দিন জেস্রি, কাজী তুহিন, পারভেজ, জুবের আহমদ, সাবুল আহমদ, সাবেক ছাত্রনেতা সামসুদ্দিন, রাহেল আহমদ, শাহরাজ চৌধুরী রাহী, ফাহিম চৌধুরী, জাহাঙ্গীর হোসেন, মিজানুর রহমান, সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ফ্রান্সের আহ্বায়ক নাজমুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রুহুল আমিন, জামিল আহমদ, সাদেক আহমদ তালুকদার, সাইমন তালুকদার, জাহাঙ্গীর, সোহাগ, নাজমুল ইসলাম, কাউসার আহমদ, ইয়াসির আহমদ, জুনায়েদ আহমদ, জুবেল আহমদ প্রমুখ।