‘হযরত মুহাম্মদ স. ছিলেন বিশ্ব মানবতার জন্য রহমত’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৪, ৭:৫০:৫৪ অপরাহ্ন
লন্ডন অফিস: মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ স. এর আদর্শ অনুসরণ ও বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখে খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখা আয়োজন করে সিরাতুন নবী স. সম্মেলন ২০২৪। লন্ডনের ফোর্ডস্কয়ার সেমিনার হলে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন শাখা সভাপতি হাফিজ মাও. এনামুল হক।
সাধারণ সম্পাদক মাও. জাবির আহমদ ও সহ সাধারণ সম্পাদক মাওলানা দিলোয়ার হোসাইন তালুকদারের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ সদরূজজামান খাঁন।
বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম ইউকে’র আমির শায়খুল হাদিস আব্দুর রহমান মনোহরপুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাও. সাদিকুর রহমান, নর্থ শাখার সভাপতি শায়খ মুফতি তাজুল ইসলাম, জমিয়তে উলায়ে ইসলামের কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব ও ইউকে জমিয়তের সভাপতি প্রিন্সিপাল ডক্টর শুয়াইব আহমদ, খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ সাংগঠনিক শাখার সাধারণ সম্পাদক মাও শাহ মিজানুল হক, সহ সাধারণ সম্পাদক মাও. হাফিজ আব্দুল করিম, আব্দুল করিম উবায়েদ, অর্থ সম্পাদক মাও. তায়িদুল ইসলাম, মাও. সাদিকুর রহমান, মাও. আব্দুল আহাদ।
বিষয়ভিত্তিক আলোচনা রাখেন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থ শাখার সাধারণ সম্পাদক মাও এনামুল হাসান ছাবির, সাউথ শাখার সহ সাধারণ সম্পাদক মাও. আতাউর রহমান জাকির, প্রশিক্ষণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে সদরূজজামান খাঁন বলেন, বিশ্ব মানবজাতির মুক্তি ও শান্তির জন্য আমাদের রসুল স. দুনিয়াতে আগমন করেছিলেন এবং তেইশ বছরের নবুয়তি জীবনে তা বাস্তবায়ন করে দেখিয়েছেন। আমরা তার অনুসরণ অনুকরণ করতে হবে। তবেই এই দুনিয়াতে আবারও শান্তি ফিরে আসবে।
তিনি আরো বলেন অন্যায়,অত্যাচার এবং অপশাসনের বেড়াজালে আটকে পড়া বর্তমান বিশ্বেকে রক্ষা করতে হলে আমাদেরকে নবি মোহাম্মদ স. এর সুন্নাহ এবং সিরাতের অনুসরণ করা উচিত। ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থনীতি, রাস্ট্রনীতি সহ সকল ক্ষেত্রে রাসুল সাঃ আদর্শ হলো সফলভাবে পরিক্ষিত একমাত্র উন্নতির মাধ্যম।
শায়খুল হাদীস আব্দুর রহমান বলেন নবীজির সুন্নতকে আকঢড়ে ধরতে হবে সুন্নতের উপর আমল করতে হবে, তবেই প্রকৃত নবীজির ভালবাসা অর্জিত হবে।
ডক্টর শুয়াইব আহমদ বলেন নবীজি ছিলেন রাষ্ট্রনায়ক। তার উম্মত হিসাবে আমাদেরকে সেই আদর্শ রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে।
মুফতি তাজুল ইসলাম তার বক্তব্যে বলেন শুধু মুখে নবীজির ভালবাসা বললে চলবে না কাজে সেই ভালোবাসার প্রমাণ করতে হবে আমরা প্রকৃত নবীজির প্রেমিক।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন লন্ডন মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক শায়খ রূমমান আহমদ, অর্থ সম্পাদক মাও. আব্দুল খালিক শাহেদ, প্রশিক্ষণ সম্পাদক মাও. বিল্লাহ আবু জাররাহ। আইন বিযয়ক সম্পাদক মাও সিরাজুল হক, নিউহাম শাখার সভাপতি মাও আব্দুল হাছিব, সাউথ এন্ড শাখার সভাপতি মাও. আশরাফুল মাওলা, আব্দুল গফুর, মাও. জাকারিয়া আহমদ, মাও. জাকিউর রহমান, মাও. হাফেজ মাহমুদুল হাসান, মাও. ইমদাদুর রহমান, ফখরুল আবেদীন মুরশেদ, হাফিজ নাজমুল হক, ইসবাহ উদ্দিন সহ অনেকেই।
শায়খুল হাদিস আব্দুর রহমানের দোয়ার মাধ্যমে সিরাতুন্নবি সম্মেলন শেষ হয়।