বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট-র কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৪, ৭:৫৩:১৫ অপরাহ্ন
লন্ডন অফিস: বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট (BSET) এর কার্যকরি কমিটির সভা গত ১৩ নভেম্বর গ্রিন স্ট্রীটের এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মহিব উদ্দিন। সভায় আসন্ন গ্ৰেজুয়েশন এয়ার্ড সিরিমনি ২০২৪ নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানটি লন্ডনের ইমপ্রেশন ইভেন্টস ভেন্যুতে আগামী ১৪ ডিসেম্বর শনিবারে করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় গ্ৰেজুয়েটদের উৎসাহিত করার পাশাপাশি ট্রাস্টে নতুন সদস্য ও ট্রাস্টী সংগ্ৰহের উপর গুরুত্ব দেয়া হয়। ম্যাগাজিন প্রকাশে পর্যাপ্ত সময় দিতে ২০ নভেম্বরের পর নতুন সদস্য ও গ্ৰেজুয়েট না নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
আরো পড়ুন ➡️ যুক্তরাজ্যপ্রবাসী চিকিৎসক দেশে এসে খুন হলেন
সভায় উপস্থিত সদস্যরা হলেন আফতার আহমদ, জামাল উদ্দিন, সাইয়্যিদ মুহিবুর রহমান, আশীক আহমেদ, মাহিদুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ আল কামাল, পারভেজ শাহ, শেখ ফারুক আহমেদ ,আসমা আক্তার, দেলোয়ার হুসেন, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, শাহাদ উল্যাহ, আব্দুল মুহিত, জাকারুল ইসলাম, জাকির হুসেন, কায়সার খান, মোঃ মুজিবুর রহমান, আব্দুল গণি, দেলোয়ার হুসেন, মোঃ আব্দুল শফিক, আবু আহমদ সারওয়ার, কাইয়ুম মিয়া প্রমুখ ট্রাস্টিবৃন্দ।