সিলেট: ২৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৪, ৭:৪৪:৫৬ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: পুলিশের অভিযানে ফের শত শত বস্তার ভারতীয় চিনি জব্দ করা হয়েছে সিলেটে। এসময় আটক হয়েছেন এক যুবক। আকবর মিয়া (৪২) নামের ঐ যুবক সিলেটের জালালাবাদ থানার আঙ্গারুয়া (পোরাবাড়ী) এলাকার এলাইছ মিয়ার ছেলে।
আজ শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্তি উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
আরও পড়ুন— ফেঞ্চুগঞ্জ: সড়ক দুর্ঘটনায় নিহত
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুহস্পতিবার (১৪ নভেম্বর) মহানগরীর শাহপরাণ থানারে আওতাধীন মুরাদপুর এলাকায় সড়কে চেকপোস্ট করা শুরু পুলিশ। এসময় মুরাদপুরের দিকে আসা একটি ট্রাককে থামার জন্য সিগন্যাল দিলে ট্রাকটি থামে। ট্রাকে পাথর বুঝাই করা ছিলো। পরে সন্দেহেরবশে কিছু তল্লাশী করে পাথর সরাতেই পলিথিন দ্বারা আবৃত ২৮০ বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা। এসময় আকবর মিয়াকে আটক করা হয়। পরে তাকে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।