আবু সাঈদ থেকে আব্দুল্লাহ আমাদের অসামান্য মৃত্যুগুলো
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৪, ৮:২৭:০৩ অপরাহ্ন
‘‘আব্দুল্লাহর মৃত্যু আবার আমাদের মনে করিয়ে দিলো সব মৃত্যুই অসামান্য’’
ছাত্র-জনতার আন্দোলনকালীন সময়ে আহত চিকিৎসাধীন অবস্থায় সর্বশেষ মৃত্যুবরণ করলেন আব্দুল্লাহ। আবু সাঈদ নিজের জীবন সঁপে দিয়ে আমাদেরকে নাড়া দিয়েছিলেন, আবেগকে জাগিয়ে তুলেছিলেন। আব্দুল্লাহর মৃত্যু আবার আমাদের মনে করিয়ে দিলো সব মৃত্যুই অসামান্য। এক একটি মৃত্যু এক একটি স্বপ্নের সমাপ্তি।কিন্তু এসব আমরা চাই না ।
দেশে—বিদেশে মানুষের লাঞ্ছনা-বঞ্চনা ও পলাতক জীবনের তালিকা দীর্ঘ। আমরা দেখতে চাই প্রতিটি মানুষ তার অধিকার নিয়ে স্বমহিমায় বেঁচে আছে।
রাজনীতিবিদরা দেশ পরিচালনায় ছিলেন, ভবিষ্যতেও তারাই দেশ চালাবেন, কিন্তু তাদের জবাবদিহিতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা সুদৃঢ় হতে হবে। প্রতিটি মানুষের জীবন ও জীবন যাপনের অবারিত অধিকার নিশ্চিত থাকতে হবে। এ অধিকার কেড়ে নেয়া কোনোভাবেই কাম্য নয়। দল, দলের নেতা ও রাজনৈতিক দর্শনের থেকেও বড় বিষয় এক একটি মানুষের জীবন। কোন অজুহাতে এটিকে খাটো করে দেখা যাবেনা।
‘‘কালে কালে যারাই জীবন দিয়েছেন
তাদের সকলের জীবনই মূল্যবান এবং
এক একটি স্বপ্নের বটবৃক্ষ, এই স্বপ্নগুলোর
অপমৃত্যু আমরা আর চাই না।’’
আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ও জনতার জীবনের সুরক্ষা প্রদানকারী রাজনীতি চাই। আমরা দায়বদ্ধ রাজনীতি চাই, এবং এমন রাজনৈতিক নেতা চাই যারা মেধাবী, সৎ ও দেশপ্রেমিক।
প্রায় ১৮ কোটি মানুষের নেতৃত্ব দানের প্রধান যোগ্যতা হতে হবে প্রত্যেকের জীবনের নিশ্চয়তা প্রদান। রাষ্ট্র নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয় নেতৃত্বের বিপথগামীতা ও ক্ষমতা লিপসার কারণে। আমরা এর নির্মূল চাই। মানুষের জন্য রাজনীতি চাই, দেশপ্রেমিক নিরহংকারী নেতৃত্ব চাই, যারা সাধারণ মানুষের ভালোবাসায় বলিয়ান হবে। এই দেশের সহযোগিতা, সেই দেশের দয়া কামনাকারী দুর্বল মেধাহীন নেতৃত্ব দেশ ও দেশের জনগণকে কিছু দিতে পারেনা বরং ক্ষমতার লোভে স্বৈরাচারী হয়ে ওঠে। এরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিদেশীদের কাছে বাধ্য হয়ে দেশের স্বার্থ বিসর্জন দেয়, অর্থনৈতিক লুটপাটের সুযোগ করে দেয়।
সকল অপমৃত্যু ও নিপীড়নের বিরুদ্ধে জেগে ওঠার জন্য ছাত্র জনতার অকাতরন জীবন দান আমাদের পাথেয় হোক। আমরা কোন মৃত্যু ভুলে যেতে চাই না। কোন বিশেষ রাজনৈতিক দল ও কালের সাফাই নয় বরং সকল কালে, বল প্রয়োগ, দমন পীড়ন ও আবু সাঈদ-আবদুল্লাহর মত জীবনহানী থেকে মুক্ত রাজনীতি চাই।
কালে কালে যারাই জীবন দিয়েছেন তাদের সকলের জীবনই মূল্যবান এবং এক একটি স্বপ্নের বটবৃক্ষ, এই স্বপ্নগুলোর অপমৃত্যু আমরা আর চাই না।