ফ্রান্সে কবি নজরুল সেন্টার অনুমোদন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৪, ২:৪১:৫৮ অপরাহ্ন
নজমুল হক প্যারিস, ফ্রান্স: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন কবি নজরুল ইনস্টিটিউট ফ্রান্সে ‘কবি নজরুল সেন্টার’ নামে অনুমোদন পেয়েছে।
বিদ্রোহী কবি নজরুল ইসলামকে শিল্প সাহিত্যে নতুনভাবে তুলে ধরার এবং ফ্রান্সে স্থায়ীভাবে কবি নজরুল সেন্টার গড়ে তোলার প্রত্যয় নিয়ে ফ্রান্সে কবি নজরুল সেন্টার অনুমোদন করা হয়।
অনুমোদন করেন কবি নজরুল ইনস্টিটিউটের সম্মানীত নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী।
এতে আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয় নজরুল গবেষক ও সাংবাদিক তাজ উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবি সোহেল আহমদ , যুগ্ম আহ্বায়ক ফরাসি ভাষা শিক্ষক সৈয়দ মনজুরুল কাদির, সদস্য মানবাধিকার কর্মী নজমুল হক, সদস্য , হুমায়ূন কবির তারেক, রুজি বেগম, জাইমা নাহিয়ান খন্দকার, ময়নুল হক, ফয়েজ আহমেদ, তুহিন হাওলাদার, মিজান আলম।