বাহরাইনে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৪, ৩:২৩:১৯ অপরাহ্ন
বাহরাইন থেকে সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী: জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইন কর্তৃক ঐতিহাসিক বিপ্লব ও জাতীয় সংহতি দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মানামা গাল্ফ গেট হোটেলে গত ৮ নভেম্বর অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো: হারুন অর রশিদ।
ফিরোজ আলম কিরন এবং আহসান উল্ল্যাহ মাসুদের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বাহরাইন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আকবর হোসেন।
প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক সিনিয়র উপদেষ্টা গিয়াস উদ্দিন মিয়াজি। প্রধান বক্তা ছিলেন আক্তারুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন সাঈদুল হক, নজরুল ইসলাম মানিক, রফিকুল ইসলাম আকন, সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী, মো: নাসির উদ্দিন, মাসুদ আলম, তোফায়েল পাটোয়ারী, মো: সুমন, মো: শাহজাহান, মো: সুমন হোসেন, মো:বাবুল মিয়া, মো: হারুন অর রশিদ, আব্দুল হানিফ, আবুল কালাম, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান রতন, মো:আব্দুল তাহের, আহমেদ হাফিজ, সালেহ জহুর, তাহের উদ্দিন, সালেহ আহমেদ, আলাউদ্দিন, লোকমান,আবু তাহের।
যুবদল বাহরাইন কেন্দ্রীয় কমিটি থেকে উপস্থিত ছিলেন মো: শাহনেওয়াজ, মো: ফোরকান উদ্দিন, বোরহান উদ্দিন, আরিফ দেওয়ান, মো: মামুন, মহিন উদ্দিন, আমির হোসেন,জসিম উদ্দিন, যুবদল মানামা মহানগর আমির হামজা, উজ্জ্বল হোসেন, আব্দুল আলিম, মো:রিয়াদ, মো: এমরান,মো:মহিউদ্দিন প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠন এবং আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। শেষে মুসলিম উম্মাহ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।