বিশ্ব জলবায়ু সম্মেলনে আজারবাইজান যাচ্ছেন প্রকাশক রাজীব চৌধুরী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৪, ১:০২:২২ অপরাহ্ন
সিলেট অফিস: বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজান যাচ্ছেন প্রকাশক ও লেখক রাজীব চৌধুরী। ১০ নভেম্বর রোববার সকাল সাড়ে আটটার ফ্লাইটে তিনি আজারবাইজানের উদ্দেশে রওয়ানা দেন।
১১ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত আজারবাইজানের রাজধানী বাকুতে বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। চৈতন্য প্রকাশনের সত্ত্বাধিকারী রাজীব চৌধুরী বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভেলিয়নসহ গ্রীন ও ব্লু জোনের বিশ্বের বিভিন্ন দেশের প্যাভেলিয়নে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেবেন।
বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুস, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ বাংলাদেশ সরকারের পদস্থ কর্মকর্তাসহ বাংলাদেশের পরিবেশবাদী সংগঠন ও প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা সম্মেলনে অংশ নেবেন।
আগামী ২২ নভেম্বর সম্মেলন শেষ হলে প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশে ফিরবেন রাজীব চৌধুরী।
উল্লেখ্য, এবারের ২৯তম কপ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সম্মেলনটি বাংলাদেশের জন্য অভিযোজন, প্রশমন এবং ক্ষতি ও ক্ষয়ক্ষতি অর্থায়নের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। সে হিসেবে কপ ২৯-এ বাংলাদেশ জলবায়ু সংক্রান্ত চ্যালেঞ্জ, উচ্চাভিলাষী লক্ষ্য অর্জনে বৈশ্বিক পদক্ষেপের হকদার বটে।
জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতি নিরূপণ করার জন্য একটি ক্লাইমেট ভালনারিবিলিটি অ্যাসেসমেন্ট করা হয়েছিল। এই দলিল পর্যালোচনায় দেখা যায় যে মধ্য ও উপকূলীয় বন্যাপ্রবণ এলাকাগুলো প্রবল বৃষ্টিপাত এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বন্যা ও নদীভাঙনের জন্য ঝুঁকিপূর্ণ। বার্ষিক বর্ষা–বন্যা বাংলাদেশের মোট ভূমির প্রায় ১৮ শতাংশ প্রভাবিত করে। ফলে বিশেষ করে নিম্নাঞ্চলের প্লাবনভূমিতে কৃষি, অবকাঠামো ও জীবিকাকে প্রভাবিত হয়।