মিশিগানে পিঠা উৎসব অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৪, ২:৩৩:৪৭ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: অর্গানাইজেশন অব বাংলাদেশী স্টুডেন্টস এর আয়োজনে মিশিগানে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ইউনিভার্সিটি অব মিশিগান-ডিয়ারবর্ণে এই পিঠা উৎসবটি অনুষ্ঠিত হয়। এ পিঠা উৎসবে ইউনিভার্সিটির সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ সহ স্থানীয় বাংলাদেশী এবং অন্যান্য কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিঠা উৎসবে পিঠা পরিচয় ও প্রদর্শনী, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন অর্গানাইজেশনের প্রেসিডেন্ট খাইরুল মোত্তাকিন তানিন। আয়োজকরা জানান পিঠা উৎসবের মুল পতিপাদ্য বিষয় বাংলাদেশের উর্বর ইতিহাস ও সংস্কৃতি চর্চা বিদেশের মাটিতে সেটিকে সুপরিচিত করে তোলা। এছাড়া বাংলাদেশী শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করার উদ্দেশ্যও ছিলো এই আয়োজনের।