বড়লেখায় বিএনপির বিপ্লব ও সংহতি দিবসে র্যালি ও আলোচনা সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৪, ৯:৩১:৫৬ অপরাহ্ন
আশফাক আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা মিলনায়তনে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহিদ খানের সঞ্চালনায় র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহ সভাপতি নাসির উদ্দিন মিঠু। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ সভাপতি সাবেক সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, ময়নুল হক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, জেলা বিএনপির সদস্য, পৌর বিএনপির সাবেক সভাপতি ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আমিনা বেগম ডলি সহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।