‘নির্বাচনে হারলে পরাজয় মেনে নেবেন না ট্রাম্প’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৪, ১০:৩৮:৩৩ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: চলছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ। অনেক রাজ্য থেকে এরইমধ্যে ফল আসতে শুরু করেছে। এমন আবহে রিপাবলিকান দলের সাবেক কংগ্রেসম্যান জো ওয়ালশ জানিয়েছেন, নির্বাচনে হারলে পরাজয় মেনে নেবেন না ট্রাম্প।
বুধবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।
ওয়ালশ আল জাজিরাকে বলেন, ‘রাত এখনো বাকি আছে। ট্রাম্প আমি যা ভেবেছিলাম তার চেয়ে ভাল করছে এবং এটি আমাকে ভয় দেখায় কারণ আমি বিশ্বাস করি ডোনাল্ড ট্রাম্প আমাদের গণতন্ত্রের জন্য একটি অস্তিত্বের হুমকি’।
‘আসুন ভুলে যাবেন না, ডোনাল্ড ট্রাম্প একটি আমেরিকান নির্বাচনকে হটিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি এখনও ২০২০ নির্বাচনের হার স্বীকার করেননি। আজ রাতে যদি তিনি হারেন, তবে তিনি আর ফলাফল গ্রহণ করবেন না’।
গত ২০২০ সালের নির্বাচনের সময় পরাজয় অস্বীকার করেছিলেন ট্রাম্পে। ওই সময় তিনি তিনি বারবার নির্বাচনের অখণ্ডতা নিয়ে প্রশ্ন তোলেন এবং ফলাফল ঘোষণার কয়েক মাস পর পর্যন্ত হার মানতে অস্বীকার করেন।
সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যানের এই বিবৃতি গণতান্ত্রিক রীতিনীতি এবং নির্বাচন প্রক্রিয়ার প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সমালোচনা। বলা হচ্ছে, রিপাবলিকান দলের অনেক সদস্য যারা একসময় ট্রাম্পের সাথে জোটবদ্ধ ছিলেন, তারা ২০২০ নির্বাচনের পর নিজেদের দূরে সরিয়ে নিয়েছেন।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েট প্রেসের (এপি) সবশেষ ফলাফল মতে, ২৭০ ইলেক্টোরাল ভোটের মধ্যে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের (১৮৭*) চেয়ে বেশ এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প (২৩০*)।