জালালাবাদ ফাউন্ডেশন ইউকের ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৪ সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৪, ১১:০৪:৪৩ অপরাহ্ন
লন্ডন অফিস: নিউহ্যাম লেজার স্পোর্টস সেন্টারে ৩১ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে জালালাবাদ ফাউন্ডেশন ইউকে ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
এতে চ্যাম্পিয়ন হয়েছেন আবু বকর ও শওকত আহমদ, রানার্সআপ হয়েছেন আক্কাছুল করিম ও শামীম আহমদ, তৃতীয় স্থান অধিকার করেছেন জামাল আহমেদ খান ও আলমগীর হোসেন।
বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে প্রতিটি খেলা তুমুল প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ ছিলো।
বৃটেনে জন্ম ও বড় হওয়া আমাদের নতুন প্রজন্মকে শিকড়ের সাথে সম্পৃক্ত করতে আমাদের প্রয়াস সফল হয়েছে এবং ভবিষ্যতে আরও বেশী সফলতা পাবে ইনশাআল্লাহ, বলেছেন আয়োজকরা।
খেলায় সেমিফাইনালে চমৎকার পারফরম্যান্স করেছেন জাকির হোসেন ময়নুল ও মোহাম্মদ জসিম উদ্দিন। গ্রুপ পর্যায়ে অসাধারণ খেলেছেন প্রতিটি টিম, খেলায় আরো অংশগ্রহণ করেন আব্দুল বাছিত, দিলওয়ার হোসেন, আলাউদ্দিন আহমদ, রায়হান আহমেদ, বেলাল আহমদ, মোহাম্মদ মুমিন।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দল ও খেলায় অংশগ্রহণকারী দলগুলোকে পুরস্কার প্রদান করা হয় এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, জালালাবাদ ফাউন্ডেশন ইউকে’র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, ফিফটি এ্যাকটিভ ক্লাবের সহ সভাপতি বিলাল ফাহিম, বিশ্ব বাংলা ফাউন্ডেশন ইউকে’র সাধারণ সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, গোলাপগঞ্জ উপজেলা স্যোশাল ট্রাস্টের সহ সভাপতি ছালেহ আহমদ, অনলাইন নিউজ ইউকে বিডি টিভির মোহাম্মদ মোমেন।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলো নিউহ্যাম ব্যাডমিন্টন ক্লাব। এতে অংশগ্রহণকারী সকল টিম, খেলোয়াড়, ম্যানেজার ও পৃষ্টপোষক সহ জালালাবাদ ফাউন্ডেশন ইউকে’র কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সংগঠনের সকল সম্মানিত সদস্য, আগত অতিথিবৃন্দ এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক মোবারকবাদ জানানো হয়েছে।




