লন্ডনে প্রতিবাদ সভায় ব্যরিস্টার সুমনের নিঃশর্ত মুক্তি দাবি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৪, ৯:৩৬:২৩ অপরাহ্ন
লন্ডন অফিস: গত ৩০ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭টায় ব্রিকলেনের আমার গাঁও রেস্টুরেন্টে
চুনারুঘাট-মাধবপুর আসনের সদ্য সাবেক এমপি, মানবতার ফেরিওয়ালা, তরুণ প্রজন্মের আইকন, বাংলাদেশে দুর্নীতিবাজদের আতংক, তরুণ সমাজ সেবক, জননেতা ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
৮০-৯০ দশকের সাবেক ছাত্রনেতা সেলিম রেজার সভাপতিত্বে ও ইউকে কমিউনিটি নেতা আনিস খোকনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চুনারুঘাট ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক মোমিন আলী, ব্যরিস্টার সুমনের বড় ভাই সৈয়দ সোহাগ হক, মোতাকাব্বির হারুন, আব্দুস ছালাম, আব্দুল মোনিম সোহেল, সৈয়দ নাজমুল তুহিন, সাইফুল ওয়াদুদ মামুন, সাজ্জাত খান রুহিত, সাইফুল ইসলাম, মিজানুর রহমান রাসেল, আলআমিন আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন সুমন একজন ভাল মানুষ, তাকে প্রতিহিংসামুলক মিথ্যা মামলায় গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে। বক্তাগণ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট ব্যরিস্টার সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানান, অন্যথায় সুমনের কোটি কোটি সমর্থক ও শুভাখাঙ্খীরা দেশে ও দেশের বাহিরে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।




