ভারতের মওলানাবাগ দরবার শরীফে ১৫ ও ১৬ নভেম্বর বিশ্ব ক্বিরাত প্রতিযোগিতা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৪, ২:৫১:৩৯ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): ভারতের মওলানাবাগ দরবার শরীফে আগামী ১৫ ও ১৬ নভেম্বর ২০২৪ হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বিশ্ব ক্বিরাত প্রতিযোগিতা ও কনফারেন্স।
জানা যায়, আগামী ১৫ ও ১৬ নভেম্বর ২০২৪ইং রোজ শুক্র ও শনিবার ভারতের বশিরহাট ২৪ পরগনার মওলানাবাগ দরবার শরীফে আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় কনফারেন্স শুরু হতে যাচ্ছে। কনফারেন্সে যোগ দেবেন বিশ্বের সর্বশ্রেষ্ট আলেম ও ক্বারীগন।
বিশেষ করে মিশরের শায়খুল হাদীস হযরত মাওলানা আহমদ তীব্, আরব বিশ্বের ইবনুদ তাদই, সৌদি আরবের সালেহ বিন ফাউজান এবং শায়েখ মোহাম্মদ মোতাওয়াল্লী শান্তিতি প্রমুখ বিজ্ঞ আলেমরা কনফারেন্সে অংশগ্রহণ করবেন।
বাংলাদেশ থেকে এ ক্বিরাত প্রতিযোগিতা ও কনফারেন্সে যোগ দিতে ও প্রধান বিচারকের দায়িত্ব পালন করতে যাচ্ছেন “জাস্টিস ইন দ্যা আই অফ ইসলাম” গ্রন্থের লেখক শায়খুল হাদীস, মুফতি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম বাইশ হাজারী।
বিশ্বের সর্বশ্রেষ্ট আলেম ও ক্বারীগনের অংশগ্রহণে অনুষ্ঠিত কনফারেন্সে বাংলাদেশের এমন অংশগ্রহণ মুসলিম বিশ্ব ও বাংলাদেশের জন্য সম্মানের ও গর্বের বিষয় বলে বিজ্ঞমহল মনে করেন।