বিশ্বনাথে সাংবাদিকদের সাথে ইউএনও সুনন্দা রায়ের মতবিনিময়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৪, ১০:২৩:৪৩ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক সুনন্দা রায়। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলার উন্নয়ন-অগ্রগতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ব্যাপক আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক সুনন্দা রায় বলেন, প্রতারিত না হয়ে সঠিক দামে পন্য ক্রয় করার জন্য প্রত্যেক দোকানে গিয়ে মূল্য তালিকা চেক করে পণ্য ক্রয় করুন। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং অব্যাহত থাকবে।
পৌরসভার পক্ষ থেকে স্ব-ইচ্ছায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য মাইকিং করার কারণে বিদেশ (যুক্তরাজ্য) থেকেও ফোন করে আমাদেরকে বলে এতে নাকি তাদের সম্মানে আঘাত আসছে। পৌরসভায় জনপ্রতিনিধি না থাকার কারণে পৌরবাসীকে কাঙ্খিত সেবা দিতে অনেক সমস্যা হচ্ছে, বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করেছি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য আহমদ আলী হিরন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, বর্তমান সাধারণ সম্পাদক নবীন সুহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামাল মিয়া, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, সদস্য শহিদুর রহমান, নূর উদ্দিন, শফিকুল ইসলাম সফিক, আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মিজবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, প্রচার সম্পাদক মোশাহিদ আলী, সদস্য রুহেল উদ্দিন, সালেহ আহমদ সাকি, বদরুল ইসলাম মহসিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সদস্য মশিউর রহমান, কামরুল আশিকী, রাজা মিয়া প্রমুখ ।