মিশিগানে গ্রীন পার্টির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৪, ১০:১৮:৫৪ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: গত রবিবার আমিন একশনের আয়োজনে যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির আল-ইহসান বেনকোইট হলে আসছে ৫ ই নভেম্বরের নির্বাচনে গ্রীন পার্টির প্রার্থীদের নিয়ে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন গ্রীন পার্টির সিনেট পদপ্রার্থী ডাগলস মার্স, ৬ নাম্বার ডিস্ট্রিকের কংগ্রেস পদপ্রার্থী ক্লাইড সাবাজ, ওয়েনস্টেইট ইউনিভার্সিটির বোর্ড অব গভর্নর পদপ্রার্থী ডঃ সামী মকবুল সহ আরো বেশ কয়েকজন প্রার্থী উপস্হিত ছিলেন। আমিন একশনের বোর্ড মেম্বার ইন্জিনিয়ার মাসুদ হুসেনের উদ্ভোধনী বক্তব্যের মধ্য দিয়ে সভা শুরু হয়। ইন্জিনিয়ার শাহরিয়ার আহমেদের পরিচালনায় প্রার্থীরা সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। গ্রীন পার্টির প্রার্থীরা সকল ধরনের যুদ্ধ এবং গনহত্যা বন্ধ করতে একমত হোন। সভা শেষে প্রার্থীরা উপস্থিত ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সমাবেশে বাংলাদেশি কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও অন্যান্য কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশটির সার্বিক সহযোগিতায় ছিলেন মাসুদ হোসেইন, শাফি উদ্দীন, আবুল কাশেম সহ আরো অনেকে।