কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধা শিক্ষাবৃত্তি পুরস্কার প্রদান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৪, ৬:৫৭:১০ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে মেধা শিক্ষাবৃত্তি ২০২৩ এর পুরস্কার, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
আজ রোববার (২৭ অক্টোবর) সকাল ১১টায় কমলগঞ্জ আইডিয়াল কেজি এন্ড হাইস্কুল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
কমলগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. মুজিবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভীন।
অয়েকপম অঞ্জু ও আব্দুস সালামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়। বৃত্তিপ্রাপ্ত দুই শিক্ষার্থীর পবিত্র কুরআন তেলওয়াত ও গীতা পাঠের পর আয়োজন সম্পর্কে উদ্বোধনী বক্তব্য রাখেন কমলগঞ্জ কেজি এসোসিয়েশনের সভাপতি মো. মুজিবুর রহমান রঞ্জু।
আলোচনায় অভিভাবক আব্দুল বারী চৌধুরী জালাল, প্রীতম কিন্ডারগার্টেনের অধ্যক্ষ তপন কালোয়ার, গাজী সালাউদ্দিন ইসলামি একাডেমির অধ্যক্ষ আব্দুস সালাম ও কমলগঞ্জ আইডিয়াল কেজি এন্ড হাইস্কুলের অধ্যক্ষ মাসুক মিয়া অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ১৫ জন শিক্ষার্থী ও ইউনিয়ন পর্যায়ে সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৯টি ইউনিয়নের ১৮ জন সহ মোট ৩৩ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট ও পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।