বাহরাইনে বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৪, ১:৩৪:০৪ অপরাহ্ন
বাহরাইন থেকে সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী: বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের অডিটোরিয়ামে গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার বিএনপি বাহরাইনের সদ্য সাবেক উপদেষ্টা বাহরাইন বাংলাদেশ কমিউনিটির প্রবীণ নেতা, মরহুম ইউসুফ হোসেন সেলিমের আত্মার মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বিএনপি বাহরাইনের সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি বাহরাইনের সদ্য সাবেক সিনিয়র উপদেষ্টা গিয়াস উদ্দিন মিয়াজী। গেস্ট অব অনার বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন এর সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ব্যবসায়ী আইনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক শাহ আলম,আবুল কালাম আজাদ, জসীমউদ্দীন, মুজাহিদুল ইসলাম, আবুল বাশার, কয়েছ আহমেদ, সিরাজুল ইসলাম চুন্নু, মো: সালাউদ্দিন, মোহাম্মদ জয়নাল আবেদীন, রফিকুল ইসলাম আকন,আহসান উল্ল্যা মাসুদ, মাসুদ আলম, মাজহারুল ইসলাম বাবু, গনি মজুমদার, জাহাঙ্গীর আলম, নূরে আলম, এস এম সোকার্নু, কামাল আহমেদ, মোস্তাক আহমেদ, মনির বেপারী, আব্দুস সোবাহান, সরোয়ার হোসেন, জিয়াউর রহমান, মোঃ সেলিম, রফিকুল ইসলাম সহ যুবদল বাহরাইন কেন্দ্রীয় কমিটির মোস্তাক আহমেদ, হারিস খলিফা, লিমন আহমেদ আমির হোসেন মিরু, জসিম উদ্দিন, শাহনাওয়াজ, ফোরকান আহমেদ, বোরহানউদ্দিন, আরিফ দেওয়ান,মো: মহাসিন,মো:মোজাম্মেল, সাংবাদিক সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী সহ অনেকে শেষে মরহুম ইউসুফ হোসেন সেলিমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া’র মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।
এ দোয়া মাহফিলে আকতারুজ্জামান সরকার এবং ফিরোজ আলম কিরণের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নোমান উদ্দিন মনির।