বড়লেখায় এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৪, ১২:১৯:৪০ অপরাহ্ন
আশফাক আহমদ, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় এবারের এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে ইসলামী ছাত্রশিবির বড়লেখা উপজেলা পশ্চিম শাখা।শুক্রবার দুপুরে দাসের ইউনিয়ন অফিস প্রাঙ্গণে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে ছাত্রশিবিরের পশ্চিম শাখার সভাপতি কামরান আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি সাব্বির আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সাবেক সভাপতি আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার স্কুল ও কলেজ সম্পাদক আব্দুল মুহিত মুর্শেদ, বড়লেখা পশ্চিম শাখার অর্থ সম্পাদক মুফিদুল ইসলাম, সাহিত্য সম্পাদক আবুল কালাম কিবরিয়া, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ সভাপতি আশরাফুল ইসলাম, দাসের বাজার ইউনিয়ন সভাপতি রুবেল আহমদ ও বর্ণি ইউনিয়ন সভাপতি আবু হুরায়রা জাহিদ প্রমুখ।