বড়লেখায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের ও বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৪, ৫:০২:৩৫ অপরাহ্ন
আশফাক আহমদ বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার রাতে সুজানগর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় জামেয়া ইসলামীয়া দারুল উলুম আজিমগঞ্জ মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির।
সুজানগরের ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম শুনু মিয়ার সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নাদের আহমেদ ও মকবুল হোসেন সেবুলের যৌথ সঞ্চালনায় ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা শরিফুল হক সাজু।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, সহসাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস স্বপন, উপজেলা কৃষক দলের সভাপতি মুজিবুর রহমান সেলিম, সুজানগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল বাছিত, সহসভাপতি আব্দুর রাজ্জাক, সহসভাপতি তাজ উদ্দিন শেখ, মনির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জেলা যুবদল নেতা আব্দুল কাদির পলাশ, ইকবাল হোসেন, আয়োজক কমিটির সদস্য সচিব বিএনপি নেতা বাবুল আহমেদ, সুজানগর ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, ছাত্রদল সভাপতি হাসান আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সোহান আহমদ প্রমুখ।