মৌলভীবাজারে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে চা বাগান ব্যবস্থাপকদের নিয়ে অ্যাডভোকেসি সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৪, ৬:২৩:১৬ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): “এক ডোজ এইচপিডি টিকা দিন, জরায়ুর ক্যান্সার রুখে দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ (এইচপিডি) টিকা ক্যম্পেইন উপলক্ষে চা বাগান ব্যবস্থাপকদের নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলার গ্যান্ড সুলতান ট্রি রিসোট হলরুমে ইউনিসেফ সিলেট বিভাগীয় অফিসের উদ্যোগে বাংলাদেশ ট্রি এসোসিয়েশন সিলেট শাখার চেয়ারম্যান জি,এম শিবলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিসেফ হেলথ অফিসার ডাঃ মীর্জা এলাহী।
অ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন ইউনিসেফ অফিসের এইচপিডি টিকা ক্যাম্পেইন কন্সালটেন্ড শেখ আলী হায়দার আজম, ইউনিসেফ সিলেট অফিসের চীফ ফিল্ড অফিসার কাজী দিল আফরোজ ইসলাম, বাংলাদেশ ট্রি এসোসিয়েশনের লেবার স্বাস্থ্য ও ওয়েলফেয়ার উপ-কমিটির আহবায়ক তাহসীন আহমদ চৌধুরী, মৌলভীবাজার জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, ইসলামী ফাউন্ডেশন মৌলভীবাজার শাখার উপ-পরিচালক ফারুক আলম।
বক্তারা বলেন, জরায়ুর ক্যান্সার প্রতিরোধ এইচপিডি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত. নিরাপদ ও কার্যকর। এই দিবসটিতে ৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রী এবং স্কুলে যায়না এমন ৯ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদেরকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। এ লক্ষ্যে ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে ১৮ দিনব্যাপী জাতীয় এ দিবসটির কার্যক্রম চলবে।