অক্টোবরে সেপ্টেম্বরের তুলনায় ডেঙ্গুতে মৃত্যুহার দ্বিগুণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৪, ১১:৩৬:১৭ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: দেশে গত সেপ্টেম্বর মাসের তুলনায় চলতি অক্টোবরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুহার দ্বিগুণ। গত মাসের ৩১ দিনে ডেঙ্গুতে মারা যান ৮০ জন। অর্থাৎ মৃত্যুহার ছিল ২ দশমিক ৫৮ শতাংশ। অন্যদিকে চলতি মাসের ১৯ দিনেই মৃত্যু হয়েছে ৭৮ ডেঙ্গু রোগীর। সে হিসাবে দৈনিক মৃত্যুর হার ৪ দশমিক ১০ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ৩ জন ঢাকার এবং একজন খুলনার বাসিন্দা। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১২১ ডেঙ্গু রোগী। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭২ জন। সব মিলিয়ে চলতি বছর রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ হাজার ৩৮৭ জন এবং মৃত্যু হয়েছে ২৪১ জনের। আক্রান্তদের মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী। অন্যদিকে, মৃতদের মধ্যে ৪৭ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৫২ দশমিক ২ শতাংশ নারী। অর্থাৎ পুরুষের মধ্যে আক্রান্তের হার বেশি হলেও মৃত্যুহার বেশি নারীদের। ২১ থেকে ২৫ বছর বয়সীদের মধ্যে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, ৭ হাজার ৫৮৩ জন। মৃতের সংখ্যাও এই বয়সীদের মধ্যে বেশি, ২৬ জন।
ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে এগিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সেখানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১২০ জন এবং মারা গেছেন ১২৫ জন, যা মোট আক্রান্তের এক-চতুর্থাংশ এবং মোট মৃত্যুর অর্ধেকের বেশি।