যুক্তরাজ্যে একটি সক্রিয় ক্রিকেট টিম ‘ওসমানীনগর সিক্সার্স’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৪, ৭:৫২:৪২ অপরাহ্ন
লন্ডন অফিস: প্রায় নয় বছরের অধিক সময় ধরে যুক্তরাজ্যে সব সময় সক্রিয় ক্রিকেট টিম হিসেবে কাজ করে যাচ্ছে ওসমানীনগর সিক্সার্স।
টিমের ম্যানেজার যুক্তরাজ্য প্রবাসী ক্রিকেটসম্রাট রাজ এই টিমের কর্ণধার। তার প্রচেষ্টায় সিলেটের সব সুপরিচিত লোকাল মাঠের ক্রিকেটাররা এই টিমের হয়ে খেলেছেন এবং বর্তমানে খেলছেন।
এক সময় সিলেটসহ সারা বাংলাদেশের নানান যায়গায় যারা ক্রিকেট মাঠ দাপিয়ে বেড়িয়েছিলেন তারা এখন যুক্তরাজ্যের মাটিতে ওসমানীনগর সিক্সার্সের সাথে যুক্ত আছেন।
তাদের পরিকল্পনায় রয়েছে দেশের উদীয়মান ক্রিকেটারেরা, যারা ক্রিকেট মাঠে নিজেদের অস্তিত্বের জানান দিতে প্রস্তুত তাদের নিয়ে কাজের পরিকল্পনা রয়েছে এ টিমের।
এই মুহুর্তে এই টিমের হয়ে খেলছেন সিলেটের বেশ কিছু পরিচিত মুখ, তারা হলেন আজিজুর, আব্দুল বাসিত, রাসেল, রায়হান, মিসবাহ, আকিব, এনাম, মুজাক্কির, আদনান, সাদিক, তামিম, তাজুল, রানা, কামরান প্রমুখ।
উল্লেখ্য, টিমের মিডিয়া ম্যানেজার মো. শামসুল গণী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিগত দিনে এ টিম দেশে বিভিন্ন মানবিক কাজে সব সময় এগিয়ে ছিল। সিলেটে ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতায় সরব ছিল তারা।