মিশিগানে দলীয় নির্বাচনী অফিস পরিদর্শন করলেন ডোনাল্ড ট্রাম্প
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৪, ২:২৬:৪৪ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: আসছে ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে শুক্রবার দুপুরে যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের হ্যামট্রামেক সিটিতে রিপাবলিকান দলের নির্বাচনী অফিস পরিদর্শন করেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
দেশটির ৩য় প্রেসিডেন্ট প্রার্থী হয়ে যিনি হ্যামট্রামক সিটিতে নির্বাচনী প্রচারণা সভায় অংশ গ্রহণ করেন। এই সময় ডোনাল্ড ট্রাম্পের সাথে ছিলেন হ্যামট্রামেক সিটি মেয়র আমির গালিব, ডোনাল্ড ট্রাম্পের সাথে সংক্ষিপ্ত সাক্ষাৎ করেন বাংলাদেশি আমেরিকান কাউন্সিলর মুহতাসিন সাদমান সাথে ছিলেন মেয়র প্রোটেম কাউন্সিলর আবু মুসা, কাউন্সিলর খলিল রেফাই সহ পুলিশ, ফায়ার সার্ভিস সহ সিটির অন্যান্য কর্মকর্তারা সহ আরো অনেকে। ডোনাল্ড ট্রাম্প তার সংক্ষিপ্ত বক্তব্যে অভিবাসন সমস্যার সমাধান যুদ্ধ বন্ধ এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ফিরিয়ে আনার বিষয়ে ট্রাম্প তার বক্তব্য পরিষ্কার করেন। বাংলাদেশি আমেরিকান ২ জন কাউন্সিলর সরাসরি প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে সৌজন্য সাক্ষাত করাতে বাংলাদেশীরা এবং রিপাবলিকান ভোটাররা সেটিকে ইতিবাচক হিসেবে দেখছেন।
উল্লেখ্য, হ্যামট্রামক সিটির মেয়র আমির গালিব ও কাউন্সিলর মুহতাসিন সাদমান ইতি মধ্যে আনুষ্ঠানিক ভাবে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করেছেন এবং এই প্রথম হ্যামট্রামক সিটিতে রিপাবলিকান দলের নির্বাচনী কার্যালয় চালু করেছেন।
মিশিগান সুইং ষ্টেট হওয়ার কারণে ২ দলের কাছে রয়েছে অন্যরকম কদর ইতিমধ্যে বেশ কয়েকবার নির্বাচনী সমাবেশ করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।




