যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আমেরিকান কমিউনিটির আয়োজনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৪, ৪:৩৪:১৮ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে বাংলাদেশী আমেরিকান কমিউনিটির পক্ষ থেকে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজ এর সমর্থনে মিশিগান ষ্টেটের বাংলাদেশী আমেরিকান অধ্যুষিত হ্যামট্রামিক, ডেট্রয়েট এবং ওয়ারেন সিটিতে তিনটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে কমিউনিটির মানুষের ছিল স্বতস্ফুর্ত অংশ গ্রহণ। এ উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক পার্টির ষ্টেট ক্যাম্পেইন কমিটির ডিরেক্টর এড ডোগান, কংগ্রেসম্যান প্রার্থী কার্ল মার্লিঙা, ওয়ারেন সিটি মেয়র লরি ষ্টোন, ষ্টেট সিনেটর ষ্টেফেনি চেঙ, ষ্টেট রিপ্রেজেনটেটিভ ডোনাভেন মেকানি, ম্যাকম কাউন্টি ট্রেজারার পদপ্রার্থী ম্যাথুই চোরউইল, হ্যামট্রামিক সিটির সাবেক মেয়র কারেন মেজেস্কী, কাউন্সিল ম্যান স্কাট বেনসন, কাউন্সিলম্যান, কাউন্সিলম্যান মোহাম্মদ আল সমিরি, কাউন্সিলম্যান মুহিত মাহমুদ’সহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বাংলাদেশী আমেরিকান কমিউনিটির পক্ষ থেকে সভাগুলোর সমন্বয়কারীদের মধ্যে ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শাহ আব্দুল খালিশ মীনার, কাউন্সিলম্যান মোহাম্মদ কামরুল হাসান, আকীকুল হক শামীম, সেলিম আহমদ, ময়নুল হক, মুজিব আহমদ মুনীর, মোশারফ চৌধুরী লিটু, ফয়সাল সায়িদ, রেজাউল করিম চৌধুরী, নাইম চৌধুরী, ফয়সল আহমদ, মুজিবুর রহমান, বকুল তালুক, সাব্বির খান, কবির আহমদ, কাজী এবাদ, খাজা শাহাব আহমদ, আজিজ চৌধুরী এবং সৈয়দ শাহেদুল হক প্রমুখ। বাংলাদেশী আমেরিকান কমিউনিটির পক্ষ থেকে আগামী রবিবার স্টারলিং হাইটস শহরে আরেকটি জনসভা এবং ২৬ অক্টোবর বাংলাটাউনে মোটর শোভাযাত্রা করার পরিকল্পনা রয়েছে।