‘ব্রিটিশ বাঙালিরা শেকড় থেকে বিচ্যুত না হতে প্রয়োজন সাংস্কৃতিক বিনিময়’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৪, ৪:২০:৫১ অপরাহ্ন
লন্ডন অফিস: লন্ডন সফররত বাংলাদেশের খ্যাতিমান টিভি তারকা ও মডেল সাদিয়া ইসলাম মৌ-এর
সম্মানে বার্কিংটাউন হলে বৃহস্পতিবার ১৭ অক্টোবর সন্ধ্যায় আয়োজন করা হয় মতবিনিময় এক অনুষ্ঠান।
আয়োজক বার্কিং ডাগেনহ্যাম কাউন্সিলের ব্রিটিশ বাংলাদেশী মেয়র মঈন কাদিরির আমন্ত্রণে এই মতবিনিময় সভায় বাঙালি ছাড়াও মালটিকালচারাল সোসাইটির বিশিষ্টজনেরা অংশ নেয়। দুই পর্বের এই অনুষ্ঠানের প্রথমটি ছিল চ্যারিটি বিষয়ক।
দ্বিতীয় পর্বে কাউন্সিলের ক্যাবিনেট পার্লারে অনুষ্ঠিত হয় মতবনিময় সভা। এতে আলোচনায় উঠে আসে উভয় দেশের সভ্যতা ও সংস্কৃতি। সাদিয়া ইসলাম মৌ বলেন গ্রেট ব্রিটেনে এক মিলিয়নেরও বেশী বাঙালির বসবাস। আমাদের ভবিষ্যত প্রজন্ম যাতে শেকড় থেকে বিচ্যুত নাহয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এটা সম্ভব সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে। বর্তমানে ব্রিটেনে চারজন ব্রিটিশ বাংলাদেশী এমপিসহ শত শত বাঙালি বিভিন্ন সেক্টরে অবদান রাখছেন। প্রতিটি বরো কাউন্সিলে রয়েছেন বিপুল সংখ্যক বাঙালি কাউন্সিলার তারা এই উদ্যোগটি নিতেপারেন। ব্রিটেনে আমাদের কৃষ্টি কালচার প্রচারে বাংলাদেশ থেকে সবধরনের সহযোগিতা করা
হবে। আর এটি বাস্তবায়িত করতে হয়ে প্রয়োজন সাংস্কৃতিক বিনিময়।
মেয়র মঈন কাদরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাদিয়া ইসলাম মৌকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কাউন্সিলর সাঈদ গণি, ফজলুল হক, মিঃ রবিনসন, সাংবাদিক মানবাধিকার কর্মি আনসার আহমেদ উল্লাহ, সাংবাদিক ড. আজিজুল আম্বিয়া, নুরুল ইসলাম, রুনা লায়লা, নাজমা বেগম, সাত্তার আহমদ সহ আরও অনেকে। সভায় বক্তারা দুই দেশের কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে আলাপ-আলোচনা করেন। তারকা শিল্পি সাদিয়া ইসলাম মৌ নাটক সিনেমায় অভিনয়ের পাশাপাশি একজন মডেল এবং ড্যান্সার হিসেবেও বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। তিনি বাংলাদেশের একজন সাংস্কৃতিক এ্যাম্বেসেডরও।



