বড়লেখায় প্রান্তিক মৎস্য চাষিদের মাঝে পোনা মাছ বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৪, ১০:০৮:০২ অপরাহ্ন
আশফাক আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৮ জন প্রান্তিক মৎস্য চাষিদের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে পোনা মাছ বিতরণ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে পোনা মাছ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা মৎস্য অফিসার ড. মো. আরিফ হোসেন।
সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মঈন উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফয়েজ আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, বর্ণি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ইউপি সদস্য আব্দুস শুকুর ও আলতাফ হোসেন প্রমুখ।