দাওয়াতুল ইসলাম লুটন শাখার দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৪, ১০:১৩:৪৫ অপরাহ্ন
লন্ডন অফিস: দাওয়াতুল ইসলাম লুটন শাখার দায়িত্বশীলদের এক প্রশিক্ষণ বৈঠক ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১১:৩০ টায় অনুষ্ঠিত হয়। দুপুর ২:৩০ টা পর্যন্ত চলা উক্ত প্রশিক্ষণ বৈঠকে লুটন শাখার সভাপতির সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন দাওয়াতুল ইসলামের মুহতারাম আমীর মাওলানা আব্দুর রহমান মাদানী।
বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন দাওয়াতুল ইসলামের সেক্রেটারি জেনারেল খলিলুর রহমান এবং ডেপুটি সেক্রেটারি হাফিজ মাওলানা আব্দুল মুকিত। কেন্দ্রীয় সহকারী তারবিয়া সেক্রেটারি ও লুটন শাখার সেক্রেটারি আব্দুল করিম জলিলের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে কালামে পাক থেকে অর্থসহ তেলাওয়াত করেন ইমাম নূরুর রহমান। অন্যান্যদের মধ্যে আলোচনা পেশ করেন দাওয়াতুল ইসলাম লুটনের ডেপুটি সেক্রেটারি হাফিজ মাঈদ।
অর্ধশতাধিক পুরুষ ও মহিলা দায়িত্বশীলদের সমাবেশে ত্রৈমাসিক অর্থ নৈতিক প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক ফারুক আহমেদ পারভেজ। দাওয়াহ সংক্রান্ত রিপোর্ট পেশ করেন সহ সভপতি নূরুর রহমান। প্রধান মেহমান তার বক্তব্যে মুসলিম জাতির ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন। দোয়া ও দুপুরের খাবার পরিবেশন এর মাধ্যমে বৈঠক সমাপ্ত হয়।



