মুসলিম কমিউনিটি এসোসিয়েশন (এমসিএ) এর সদস্য সম্মেলন সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৪, ১:৪০:১৫ অপরাহ্ন
লন্ডন অফিস: ইউরোপের সর্ববৃহৎ দাওয়া সংগঠন মুসলিম কমিউনিটি এসোসিয়েশন (এম সি এ) এর সদস্য সম্মেলন সম্পন্ন হয়েছে (১৩অক্টোবর) রবিবার।
পূর্ব লন্ডনের একটি ইভেন্ট হলে অনুষ্ঠিত দিন ব্যাপী এই সম্মেলনে শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা এরশাদ উল্লাহ। দারস পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মামুন আল আজমী।
মুসলিম কমিউনিটি এসোসিয়েশন এর প্রেসিডেন্ট ব্যারিস্টার হামিদ হোসেইন আজাদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল নুরুল মতিন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা’র) ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন-অর রশীদ। তিনি বলেন তারুণ্য যেকোনো জাতির অমূল্য সম্পদ। তারুণ্যের দৃঢ় মনোবল, অপরিসীম সাহস ও কাজ করার দক্ষ মানসিকতাই পারে একটা জাতিকে চেঞ্জ করে দিতে। সভ্যতার উত্থান-পতনে তার বড় অংশই এসেছে তারুণ্যের হাত ধরে। তারা শারীরিক ও মানসিক শক্তির অধিকারী। সকল পর্যায়ে তরুণদের প্রাধান্য দিতে দিবে।
আরো পড়ুন ⤵️
ওসমানীকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দর করা ও অন্যান্য দাবিতে ক্যাম্পেইন কমিটির সংবাদ সম্মেলন
সম্মেলনে আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও মুসলিম কমিউনিটি এসোসিয়েশন এর সাবেক প্রেসিডেন্ট মুসলেহ ফারাদি, হাবিবুর রহমান, দেলোয়ার হোসেন খান ও আতিকুর রহমান জিলু প্রমুখ।
সম্মেলনে সংগঠনের বিভিন্ন কার্যক্রমের গত এক বছরের রিপোর্ট পেশ ও পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার হামিদ হোসাইন আজাদ তাঁর বক্তব্যে এম সিএ এর সদস্যদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নিয়ে সর্বোত্তম চরিত্র গড়ে তোলার মাধ্যমে ব্যক্তিগত মান উন্নয়ন, আদর্শ পরিবার গঠন এবং সমাজের উন্নয়নে এগিয়ে আসার সর্বাত্মক আহবান জানান। তিনি বলেন সকলের প্রচেষ্টা ও সহযোগিতা নিয়ে আমাদের মিশন বাস্তবায়িত করতে হবে ইনশাআল্লাহ। আমাদের সন্তানরাই আমাদের ভবিষৎ, তাদের শিক্ষা এবং দুনিয়া ও পরকালের জীবনকে সফল করার জন্য, পুরো জীবনকে শিক্ষা জীবন হিসেবে গ্রহণ করতে হবে । এ কারণেই আল্লাহর বাসূল (স:) বলে গিয়েছেন শিক্ষা লাভ করতে হবে দোলনা থেকে কবর পর্যন্ত। এজন্যই তিনি বলেছেন এক ঘন্টা জ্ঞান চর্চার মর্যাদা সারা রাতের নফল ইবাদতের চেয়ে বেশী।
সম্মেলনে লন্ডন, লুটন, বার্মিংহাম, মানচেস্টার, অউল্ডহাম, নিউকাসেল, পোউস্টমাউথ, ট্রাইটন, নরউইচ, সাউথাম্পাটন, গ্লাসগোসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে শত শত সদস্য উপস্থিত ছিলেন।