দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি (DSS) ইউকের পূর্ণাঙ্গ কমিটি গঠন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৪, ১০:৫৬:২৭ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী সিলেট দক্ষিণ সুরমারবাসীদের নিয়ে গঠিত ঐতিহ্যবাহী সংগঠন ‘দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে’র কার্যকারী কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল সেন্টারে সংগঠনের যুগ্ম আহ্বায়ক আখলাকুর রহমান লুকুর সভাপতিত্বে ও সদস্য সচিব ফেরদৌস শেরদিলের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ ব্যক্তিত্ব হাজী আব্দুস সাত্তার, আকিকুর রহমান আকিক, মহিউদ্দিন আলমগীর, শাহ আলম সাহিন চৌধুরী, মোহাম্মদ মুজিব হোসেন, কয়েছ চৌধুরী, নজরুল ইসলাম, শাহ ইমরান হোসেন, আক্তার হোসেন, খালিদ সিকদার, সোহেল মুরাদ, পারভেজ আহমদ, তুহিনুর ইসলাম, আনছার মিয়া, রানা মিয়া, মোহাম্মাদ শাহজাহান, এস এম ফারুক, আজিজুর রহমান টিটু, লুলু মিয়া, মোহাম্মদ বদরুল ইসলাম, রুহুল আমিন রুহুল, মাহবুবুর রহমান,জুম্মান আহমদ, সিরাজুল ইসলাম এনাম, এম এম আলম লিটন, শেখ নয়ন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের আহ্বায়ক আকিকুর রহমান আকিককে সভাপতি, সদস্য সচিব ফেরদৌস শেরদিলকে সাধারণ সম্পাদক, মকসুদ আহমদকে কোষাধ্যক্ষ ও পারভেজ আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।