সমাজে গুণী ব্যক্তিদের মূল্যায়ন করতে হবে- দক্ষিণ সুরমায় সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক আহমদ আলী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৪, ৭:২২:৩৭ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিলেট-মৌলভীবাজার বাস মিনিবাস মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী বলেন, পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সৎ শিক্ষিত ও যোগ্য ব্যক্তিদের নেতৃত্বে আসা দরকার। সমাজে গুণী ব্যক্তিদের সকল ক্ষেত্রে মূল্যায়ন করতে হবে। তাহলেই গুণী ব্যক্তিরা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে এগিয়ে আসবেন।
রবিবার (১৩ অক্টোবর) রাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দিতে বৈশাখী যুবকল্যাণ পরিষদের উদ্যোগে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ সোহেল রানাকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী উপরোক্ত কথাগুলো বলেন।
বরইকান্দি নতুন জামে মসজিদের মোতাওয়াল্লী ও বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা হাজী ফখরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনটিভি ইউরোপের স্টাফ রিপোর্টার (সিলেট) আশরাফুল ইসলাম ইমরান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফ আহমদ, শিক্ষক নেতা, এম এ আলী জালালাবাদী, আগামী সিলেট টিভির পরিচালক ফখরুল ইসলাম শান্ত, সম্ভাবনাময় যুব ঐক্য পরিষদ ও সমবায় সমিতির সভাপতি মনজুরুল আলম।
বৈশাখী যুব কল্যাণ পরিষদের সহ-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান হৃদয়ের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী যুব কল্যাণ পরিষদের সভাপতি ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ শাহেদ আহমদ শান্ত।
যুব সংগঠক ইরফানুল হক চুনুর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈশাখী যুব কল্যাণ পরিষদের সহ-সভাপতি সেলিম আহমদ খান, নির্বাহী সদস্য নাহিদুর রহমান দিপু, মইনুল ইসলাম ইরন, সজীব আহমদ জয়।