লন্ডনে মাওলানা ডাঃ মোহাম্মদ আব্দুল জব্বারের ইন্তেকাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৪, ৯:৫৬:৩৬ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): সিলেট নগরীর ২৭নং ওয়ার্ডের পাঠানপাড়া নিবাসী, কদমতলী পয়েন্ট জামে মসজিদের সাবেক ইমাম, পাঠানপাড়া জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, ফাতেমা হোমিও হলের সত্ত্বাধিকারী, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মাওলানা ডাঃ মোহাম্মদ আব্দুল জব্বার শুক্রবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র, ২ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের লাশ মঙ্গলবার (১৫ অক্টোবর) দেশে আসার কথা রয়েছে। মরহুমের নামাজের জানাজা সময় লন্ডন থেকে লাশ দেশে আসার পর জানানো হবে। মরহুমের জন্য পরিবারের পক্ষ থেকে মরহুমের বড় পুত্র ডাঃ মোহাম্মদ আলী বাবুল সকলের কাছে দোয়া কামনা করেছেন।